Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
শেষ ১৬তে উঠতে কোন দলের সামনে কী সমীকরণ?

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬ ১০:৩২

জমজমাট গ্রুপ পর্বের দীর্ঘ এক লড়াইয়ের শেষপ্রান্তে দাঁড়িয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্বের শীর্ষ ৮ এ থাকা দল সরাসরি পৌঁছে যাবে শেষ ১৬তে। বাকি ৮ স্পটের জন্য হবে প্লে-অফের লড়াই। আজ রাতে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে দলগুলো। শেষ ১৬ নিশ্চিতে কোন দলের সামনে রয়েছে কী সমীকরণ?

এরই মধ্যে গ্রুপ পর্বের শীর্ষে থাকা আর্সেনাল সরাসরি নকাউট পর্ব খেলা নিশ্চিত করেছে। তাদের সঙ্গী হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। সরাসরি শেষ ১৬তে খেলার জায়গা বাকি আর মাত্র ৬টি।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো সাবেক চ্যাম্পিয়নরা নকআউট পর্ব নিশ্চিত করলেও আজ মাঠে নামবে সরাসরি শেষ ১৬ নিশ্চিত করতে।

বিজ্ঞাপন

লিগ পর্বের ৭ম রাউন্ড পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল-বায়ার্নসহ ১৫টি ক্লাব। বাকি ৯টি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে ১৭টি দল।

পয়েন্ট তালিকার শীর্ষ আট ক্লাব সরাসরি চলে যাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম—এই ১৬ দল উঠবে নকআউট প্লে-অফে। সেখান থেকে আট ম্যাচের আট জয়ী দল উঠবে শেষ ১৬তে। আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার হবে প্লে-অফের ড্র।

এখন পর্যন্ত সমান ১৩ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ থেকে ১৩তম স্থানে আছে ৮টি দল। তাদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব পিএসজি ঘরের মাঠে আতিথেয়তা দেবে ইংলিশ ক্লাব নিউক্যাসলকে। ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি নাপোলির বিপক্ষে নাপোলির মাঠে খেলবে। এই মুহূর্তে ২৫ নম্বরে থাকা নাপোলির জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার।

সাবেক দুই চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি আছে ৯ম ও ১১তম স্থানে। নিজেরা জয় পেলে ও পয়েন্ট তালিকায় ওপরে থাকা প্রতিদ্বন্দ্বীদের কেউ পয়েন্ট হারালে সরাসরি শেষ ১৬তে উঠে যাবে দল দুটি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর