Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে আংশিক মেঘলা আকাশ, রংপুরে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আজ এই তথ্য জানিয়েছে।

অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে ভোরের দিকে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, পূর্বাভাসকালীন সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর