Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত শহরের তালিকায় শীর্ষে কায়রো, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:২৭

ছবি: সারাবংলা

ঢাকা: বিশ্বজুড়ে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিশরের রাজধানী কায়রো। একইসঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে বায়ুমান সূচক (একিউআই) ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকা ও কায়রোর একিউআই স্কোর ছিল ২৭৪। আগের দিন ঢাকার স্কোর ছিল ২২০, অর্থাৎ একদিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ১৮১। যদিও আগের দিনের তুলনায় দিল্লির বায়ুদূষণ কিছুটা কমেছে, তবে এটি এখনো ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ভারতের আরেক শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক (১৭৮) চতুর্থ, মঙ্গোলিয়ার উলানবাটর (১৭৭) পঞ্চম, চীনের চেংডু (১৭০) সপ্তম, কাতারের দোহা (১৬৬) অষ্টম, ভিয়েতনামের হ্যানয় (১৬৫) নবম এবং পাকিস্তানের করাচি (১৬৩) দশম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসে অবস্থান করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণ বাড়ার প্রবণতা থাকলেও চলতি বছরের পরিস্থিতি নাগরিকদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর