Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের নির্বাচনে ৪২ হাজার ৭৬৬ কেন্দ্রে প্রায় আড়াই লাখ ভোট কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৮:০৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩২

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

‎বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও কক্ষের চূড়ান্ত তালিকার তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎তিনি জানান, মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩১ জন; নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২০০ জন এবং অবশিষ্ট ১ হাজার ২০২ জন হচ্ছে হিজড়া ভোটার।

‎বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে বিপুল সংখ্যক কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি। এদের মধ্যে রয়েছে-

বিজ্ঞাপন

‎* প্রিজাইডিং অফিসার: ৪২ হাজার ৭১৯ জন।

‎* সহকারী প্রিজাইডিং অফিসার: ২ লাখ ৬৭ হাজার ৪৬২ জন।

‎* পোলিং অফিসার: ৫ লাখ ৩৪ হাজার ৯২৪ জন।

‎* মোট ভোটগ্রহণ কর্মকর্তা: ৭ লাখ ৮৫ হাজার ২২৪ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর