ঢাকা: বাংলাদেশে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবারের কেউ বিপদে নেই- এমন দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, সরকার চায় নির্বাচনে সব দেশের পর্যবেক্ষকরা আসুক।