ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় দুই-ই কমেছে। তবে একই সময়ে ঋণ পরিশোধ বেড়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ তথ্য প্রকাশ করেছে।
ইআরডি’র তথ্য অনুযায়ী, সরকার চলতি অর্থবছরের প্রথমার্ধে ঋণ প্রতিশ্রুতি পেয়েছে ১ দশমিক ৯৯ বিলিয়ন (বা ১৯৯ কোটি) ডলার, এর পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৯৮ বিলিয়ন ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে ১৩ দশমিক ৪২ শতাংশ
অন্যদিকে, বৈদেশিক ঋণের অর্থছাড়ও গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ১ বিলিয়ন ডলার কমেছে। গত অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণ ছাড় হয়েছিল ৩ দশমিক ৫৩ বিলিয়ন (বা ৩৫৩ কোটি) ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার। সে হিসাবে অর্থছাড় কমেছে ২৯.২৩ শতাংশ।
তবে একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ।
ইআরডি’র তথ্য মতে, গত অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল ১ দশমিক ৯৮ বিলিয়ন (১৯৮ কোটি) ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৯৫ বিলিয়ন ডলার।