ঢাকা: ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশাব্যঞ্জক এবং ভোটাররা তাদের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার কথা সরাসরি তুলে ধরছেন।
তিনি জানান, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রচারণায় সাধারণ মানুষ নিজেরাই অংশ নিচ্ছেন, যা গণতান্ত্রিক চেতনার ইতিবাচক দিক নির্দেশ করে। অনেক ভোটার দীর্ঘদিন ভোট দিতে না পারার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎসাহও বেড়েছে। তিনি জানান, এই আসনে মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী, যা ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রচারণাকালে ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন যে তারা ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। একই সঙ্গে তারা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি চাইছেন।
ইশরাক হোসেন জানান, বর্তমানে গ্যাসের সংকটই সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। তিনি বলেন, যেখানে যাচ্ছেন সেখানেই গ্যাস সংকট নিয়ে অভিযোগ শুনতে হচ্ছে। নির্বাচিত হলে এই সংকট নিরসনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে যে পরিকল্পনা রয়েছে, সে বিষয়েও তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।