Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে জামায়াতের নির্বাচনি প্রচারে দলের নারী নেত্রীকে কোপাল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২০:২৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নারী নেত্রী রুকন কাজী মারিয়া ইসলাম বেবি-কে রাম দা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কারা হামলা চালিয়েছে সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ বলেন, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে কদমতলীর ৫২নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে যুবদলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন-এর চাচাতভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর