Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের তরুণ সমাজের মেধা থাকলেও পুঁজি নেই: তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:১২

রাজধানীতে নির্বাচনি প্রচারে ডা. তাসনিম জারা – ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, দেশের অসংখ্য তরুণ-তরুণী উচ্চশিক্ষিত ও মেধাবী হলেও প্রয়োজনীয় পুঁজি না থাকায় কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, “মেধার কোনো অভাব নেই, কিন্তু পুঁজির অভাবই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণার সময় ডা. তাসনিম জারা জানান, নির্বাচিত হলে বেকার ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য “স্টার্টআপ ঢাকা-৯” নামে একটি বিশেষ ফান্ড গঠন করা হবে। এই ফান্ডের মাধ্যমে তরুণদের জন্য প্রাথমিক পুঁজির ব্যবস্থা করা হবে, যাতে তারা নিজেদের উদ্যোগ শুরু করতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে যারা নিজ উদ্যোগে কিছু করতে চায়, তাদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। বিশেষ করে যারা ঘরে বসে ছোট ব্যবসা বা অনলাইনভিত্তিক কাজ করতে চান, তাদের জন্য নির্বাচনি ইশতিহারে পুঁজিসহ প্রয়োজনীয় সহায়তার কথা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

ডা. তাসনিম জারা বলেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো গেলে অর্থনীতিও শক্তিশালী হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সবুজবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। এ আসনে ডা. তাসনিম জারার বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। অপরদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর