শীর্ষ ৮ এ থেকে সরাসরি শেষ ১৬তে যেতে হলে নিজেদের ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। শুধু জয় নয়, বার্সেলোনাকে তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকেও। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়েও কোপেনহেগেনের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে সরাসরি শেষ ১৬ নিশ্চিত করল হ্যান্সি ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুতে ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় গোল হজম করে বার্সা। ভিক্টর ডাওসনেড় গোলে বার্সাকে চমকে দেয় পয়েন্ট তালিকার তলানিতে থাকা কোপেনহেগেন। প্রথমার্ধে বার্সা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবেই। ৪৮ মিনিটে রবার্ট লেভানডস্কির গোলে ম্যাচে সমতা ফেরেন। এরপর ৬০ মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় বার্সা।
৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে আরও এগিয়ে দেন রাফিনহা। ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে র্যাশফোর্ডের দুর্দান্ত এক গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বার্সা।
এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে থেকে সরাসরি শেষ ১৬তে খেলা নিশ্চিত করল বার্সা।