গত মৌসুম থেকেই নতুন ফরম্যাটে আয়োজন করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। দীর্ঘ এক গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ ৮ দল সরাসরি পৌঁছে যায় শেষ ১৬তে। এবারও জমজমাট এক গ্রুপ পর্ব শেষে ৮ দল সবার আগে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডে খেলা।
গ্রুপ পর্বের ৮ম রাউন্ড শেষেই শীর্ষ ৮ এ থাকা নিশ্চিত করে ইংলিশ ক্লাব আর্সেনাল ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন।
৯ম রাউন্ড শেষে শীর্ষ ৮ নিশ্চিত করেছে আর ৬টি ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ১৭ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আরেক ইংলিশ ক্লাব টটেনহাম।
১৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইংলিশ ক্লাব চেলসি।
১৬ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে থেকে সবাইকে খানিকটা চমকে দিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ ৮ এর সবশেষ জায়গাটি দখল করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।