Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১১:০১

ঢাকা: শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন হবে।

দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব বিষয় নিয়ে দলের সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর