Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটিকাটা, মানিকদী ও নামাপাড়ায় জনসংযোগ করবেন তারেক রহমান?

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১১:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:৫৩

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ঢাকা-১৭ আসন মানেই কেবল গুলশান বনানীর অভিজাত এলাকার রাজনীতি নয়। এই আসনের ভেতরেই আছে মাটিকাটা, মানিকদী, নামাপাড়ার মতো এলাকা। যেখানে রাজনীতি চলে রিকশার প্যাডেল, চায়ের কাপ আর দিনের শেষে হিসাব মেলানোর টানা পোড়েনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই এলাকাগুলোর আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই প্রশ্ন, “তারেক রহমান কি আমাদের এলাকায় আসবেন?”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার পর থেকেই নির্বাচনি সমীকরণ বদলে গেছে। মহাখালী, ভাষানটেক কিংবা উত্তরার জনসভায় তার উপস্থিতি ভোটের উত্তাপ বাড়ালেও ক্যান্টনমেন্ট ঘেঁষা মাটিকাটা, মানিকদী, নামাপাড়া কিংবা বালুঘাট এলাকায় তার সরাসরি উপস্থিতি না থাকায় কৌতূহল আর অপেক্ষা দুটিই বাড়ছে।

বিজ্ঞাপন

“আমরা শুধু পোস্টার না, মানুষটাকে দেখতে চাই”

মাটিকাটার ভেতরের রাস্তায় রিকশা চালান আবদুল মালেক (৪৫)। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জড়িত বহুদিন ধরে। রিকশার হ্যান্ডেলে ধানের শীষের স্টিকার লাগানো।

প্রশ্ন করতেই তিনি বলেন,“ আমরা তারেক রহমানরে ভালোবাসি। পোস্টারে, টিভিতে দেখি। কিন্তু একবার যদি নিজের চোখে দেখতে পারতাম, কথা শুনতে পারতাম,তাহলে মনের জোরটা আরেক রকম হতো। ভাষানটেকে আসলে, এখানে আসবে না কেনো?

মাটিকাটা এলাকায় নির্বাচনি প্রচারে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেগুন। ছবি: সারাবাংলা

মানিকদীর নামাপাড়ায় চা বিক্রি করেন কাদের মিয়া (৫৮)। সন্ধ্যা হলেই তার চায়ের দোকানে জমে ভিড়। রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি গরিব মানুষ। বড় বড় কথা বুঝি না। কিন্তু তারেক রহমান যদি আসে।এইটুকুই আমাদের জন্য অনেক। নেতা আসলে মনটা ভরে।”

কাদের মিয়ার চায়ের দোকানেই কথা হলো ব্যবসায়ী সাইফুল ইসলাম নামে একজন ভোটারের সঙ্গে। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বললেন, “তারেক রহমান একজন দেশ নায়ক। সব জায়গায় একসঙ্গে থাকা সম্ভব না। ক্যান্টনমেন্ট এলাকা বলে এখানে নিরাপত্তা আর অনুমতির বিষয় আছে। তবে দেরি হলে মাঠের সুবিধা প্রতিপক্ষ পেয়ে যেতে পারে। দলকে মাথায় রাখতে হবে।”

একদিন জনসংযোগে আসবেন তারেক রহমান

সম্প্রতি রাজধানীর মাটিকাটায় ধানের শীষের পক্ষে প্রচারনায় এসেছিলেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। এ সময় সারাবাংলাকে তিনি বলেন, “তারেক রহমান শুধু একজন প্রার্থী না, তিনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মাটিকাটা, মানিকদী এলাকায় নিয়ে তারেক রহমানের পরিকল্পনা আছে। জনসভা নয়, একদিন পুরো দিন এই এলাকায় জনসংযোগ করবেন তিনি। নির্দিষ্ট দিন তারিখ এখনো ঠিক করা হয়নি। ঠিক করা হলে সবাই জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে।

তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেগুন। ছবি: সারাবাংলা

মুস্তাফিজুর রহমান আরও জানান “এই এলাকার প্রচারের মাধ্যমে যতটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে ইনশাল্লাহ ধানের শীষের জয় হবে। দেশ নায়ক তারেক রহমানকে সবাই ভালবাসেন।”

কৌশল না কি সীমাবদ্ধতা?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা হওয়ায় এখানে বড় জনসভা বা চলাচলের ক্ষেত্রে কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে। তবে ভোটের রাজনীতিতে প্রতীকী উপস্থিতির গুরুত্ব অনেক।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. রমিত আজাদ সারাবাংলাকে বলেন, “তারেক রহমান যদি এখানে না-ও আসেন, বিকল্প শক্তিশালী প্রচারণা লাগবে। কিন্তু তিনি যদি একদিনও আসেন, তাহলে সেটাই হবে গেম-চেঞ্জার।”

এখন দেখার বিষয়, একদিন সারাদিনের জনসংযোগে কবে আসেন ১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর