Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সব ধরনের পোস্টার নিষিদ্ধ: প্রিন্টিং প্রেসকে ইসির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:১৪

– ফাইল ছবি : সারাবাংলা

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা অনুযায়ী এবার সব ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে দেশের কোনো প্রিন্টিং প্রেস যাতে প্রার্থীদের পোস্টার মুদ্রণ না করে, সেজন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ইসির উপ-সচিব মনির হোসেনের সই করা এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৭(ক) অনুযায়ী, নির্বাচনি প্রচারে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, ‎কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দল পোস্টার ছাপাতে বা প্রদর্শন করতে পারবেন না। ‎সারাদেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকার জন্য জেলা ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দিবে। ‎আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার এরই মধ্যে শুরু হয়েছে। পরিবেশ রক্ষা এবং নির্বাচনি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কমিশন এবার ডিজিটাল মাধ্যম ও অন্যান্য বিকল্প প্রচারণার ওপর জোর দিচ্ছে। মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই শহরের দেয়াল বা উন্মুক্ত স্থানে পোস্টার সাঁটানো না হয়।

‎‎ইসি সচিবালয় জানিয়েছে, এই নির্দেশনা তদারকিতে কাজ করবে বিশেষ ভ্রাম্যমাণ আদালত। কোনো প্রেস এই নিষেধাজ্ঞা অমান্য করে পোস্টার মুদ্রণ করলে তাদের লাইসেন্স বাতিলসহ জরিমানার মুখে পড়তে হতে পারে।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর