রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিমানযোগে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
এদিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ভিড় জমেছে। নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্য দেবেন।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য দেবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনি এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।