Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে আটক ১২৮ জেলেকে ফেরত আনল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৩০

ভারতে আটক থাকা ১২৮ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একই সঙ্গে এখানে আটক থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার মাধ্যমে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। ভারতের মালিকানাধীন দুইটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসহ একযোগে কাজ করেছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর