ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনলাইন টিকেটের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগে আগামী রোববার ১ ফেব্রুয়ারি অনলাইন টিকেটের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি বিএমইউ এর বহির্বিভাগের চিকিৎসাসেবা গ্রহণের জন্য রোগীদেরকে বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ব্যবস্থাকে নগদবিহীন ও আধুনিক করতে জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ যুক্ত করা হয়। ফলে এখন থেকে চিকিৎসাসেবার বিল ও বিভিন্ন ধরনের ফি অনলাইনে পরিশোধ করা যাবে। এতে করে শিক্ষার্থী, রোগী ও সেবাগ্রহীতাদের ব্যাংক বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে অর্থ পরিশোধের প্রয়োজন কমে আসবে।