Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে সাংবাদিক কার্ড ইস্যুর জটিলতা: দ্রুত সমাধানের আশ্বাস সিইসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৪৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন – ছবি : সারাবাংলা

ঢাকা: অনলাইনে সাংবাদিক কার্ড ইস্যুর বর্তমান প্রক্রিয়াটি ‘ব্যবহারবান্ধব’ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ জটিলতা কাটিয়ে উঠতে কমিশন বৈঠকের মাধ্যমে দ্রুত প্রক্রিয়াটি সহজ করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

সাংবাদিকদের অনলাইন আবেদন প্রক্রিয়ায় বিষয়ে সিইসি আরো বলেন, “অনলাইনে কার্ড দেয়ার বর্তমান প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) না। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নন, সেটা আমরা বুঝি। যেহেতু এটি নতুন যাত্রা, তাই শুরুতে কিছু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, দ্রুতই এর সমাধান করা হবে।

বিজ্ঞাপন

এএমএম নাসির উদ্দিন জানান, কমিশন এরই মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করেছে। পরবর্তী কমিশন সভায় আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিইসি বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে শুধু অবহিত করলেই হবে, আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে।

সিইসি বলেন, “আপনারা (সাংবাদিকরা) থাকলে আমাদের কাজের স্বচ্ছতা বাড়বে। আমরা চাই আপনারা পর্যবেক্ষণ করুন।”

এর আগে, সিইসির সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-র সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল) ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিএফইউজে ও ডিইউজে-র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক নেতারা অনলাইন কার্ডের জটিলতা নিরসনে আগামী রোববারের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর