ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ২০ দিনে সারাদেশে ১১৯টি মামলা এবং ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ ও ব্যবস্থার পরিসংখ্যান
জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ১৭৬টি নির্বাচনি এলাকায় মোট ১৯২টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এর প্রেক্ষিতে:
* মোট মামলা: ১১৯টি
* মোট জরিমানা: ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা
* কার্যক্রম: শোকজ, জরিমানা ও নিয়মিত মামলা রুজু।
পরিচালক সাইফুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই তদারকি চালানো হচ্ছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ আসার সাথে সাথেই রিটার্নিং অফিসার, মাঠ পর্যায়ের ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি তা আমলে নিচ্ছে। তিনি বলেন, “প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি। কোথাও জরিমানা হচ্ছে, কোথাও শোকজ করা হচ্ছে। কার্যক্রম অত্যন্ত জোরেশোরে চলছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।”
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।