Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সাংবাদিকদের ইসির কার্ড মিলবে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৮:২২

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: অনলাইন প্রক্রিয়ায় জটিলতা ও সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনের পরিবর্তে আগের মতোই ম্যানুয়ালি আবেদনের ভিত্তিতে পরিচয়পত্র (পাস) ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে, সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন গণমাধ্যমকর্মীরা। বৈঠকে সাংবাদিকরা অনলাইন আবেদনের কারিগরি ত্রুটি ও প্রক্রিয়াগত নানা ভোগান্তির কথা তুলে ধরেন। সিইসি অভিযোগগুলো শুনে সমস্যার কথা স্বীকার করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পরে বিকালে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব বলেন, “আপনারা সকালে মাননীয় সিইসি স্যারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে আপনাদের আপত্তির কথা জানিয়েছেন। আমরা আপনাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে আগের ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।”

সচিব আরও পরিষ্কার করেন যে, যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন এবং যাদের কার্ড অনুমোদিত হয়েছে, সেগুলো বহাল থাকবে। নতুন করে আর অনলাইনে আবেদনের প্রয়োজন নেই; ম্যানুয়াল পদ্ধতিতেই আবেদন করা যাবে।

তিনি আরো জানান, পদ্ধতিটি পুনরায় সচল করতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কমিশন দ্রুততম সময়ের মধ্যে কার্ড বিতরণের চেষ্টা করবে।

সচিব বলেন, “পদ্ধতিগতভাবে জায়গাটা পুনরায় গোছাতে আমাদের কিছুটা সময় দিতে হবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা নির্দিষ্ট সময় জানিয়ে দেব।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর