Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৩৩

ইমরান হোসেনের মরদেহ।

পাবনা: পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের চড়ুইমারী একটি মেহগনি গাছের বাগান থেকে ইমরান হোসেন ওরফে কালু (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মগে পাঠিয়েছে।

নিহত কালু দাপুনিয়া ইউনিয়নের খোড়কা উপুরপাড়া গ্রামের ইকরাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইমরান ওরফে কালুসহ কয়েকজন যুবক ওই মেহগনি বাগানের ভিতরে মাদক সেবন করছিল। মাদক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে কালুকে বন্ধুরা ছুরিকাঘাত করলে সে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে সাথে থাকা অন্য বন্ধুরা পালিয়ে যায় বলে ধারনা করছে।

বিজ্ঞাপন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে কাজ করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রোজা ঘিরে বাজারে নেই অস্থিরতা
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২৯

নগদ-এ কাজের সুযোগ
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর