Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

ঢাকা: রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভুঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও হেল্পার ইঞ্জিনের সুইচ চালু রেখে বাইরে গিয়েছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

উত্তরায় বাসে আগুন
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

রোজা ঘিরে বাজারে নেই অস্থিরতা
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২৯

নগদ-এ কাজের সুযোগ
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর