মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রবাসীর টাকা ছিনতাই ও মা-মেয়ে হত্যার পৃথক দুই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, হুমায়ুন কবিরসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
প্রবাসীর পাঠানো ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের ভায়রা ভাইয়ের টাকা আত্মসাতের উদ্দেশ্যে শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮) পরিকল্পিতভাবে এ ছিনতাইয়ের ঘটনা সাজান। পরিকল্পনা অনুযায়ী তার আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে পুরো নাটকটি বাস্তবায়ন করা হয়।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে এক লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
একই প্রেস ব্রিফিংয়ে সিরাজদিখান থানায় সংঘটিত মা ও মেয়ে জোড়াখুনের ঘটনার রহস্য উদঘাটনের কথাও জানায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনের শব্দে ঘুমের ব্যাঘাত হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি মা ও মেয়েকে হত্যা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের ডাসাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।