বয়সভিত্তিক টুর্নামেন্টে গত এক যুগ ধরেই চলছে তাদের রাজত্ব। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এবারও দুর্দান্ত শুরু করল বাংলাদেশের মেয়েরা। মুনকি, তৃষ্ণা ও আলপির হ্যাটট্রিকে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেহে বাংলাদেশ।
নেপালের পোখারায় শনিবার রাউন্ড রবিন লিগে ভুটানের বিপক্ষে মনিকার অলিম্পিক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একে একে আরও ১১ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় বাংলাদেশ।
দলের জয়ে সর্বোচ্চ ৪ গোল করেন মুনকি। ৩টি করে গোল তৃষ্ণা রানী ও আলপি আক্তারের। একবার করে জালের দেখা পেয়েছেন মামনি ও অর্পিতা বিশ্বাস।
প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের হাফে আরও ৮ গোল পায় তারা। শেষ পর্যন্ত ১২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।