চিকিৎসকের ‘ভুলে’ নবজাতকের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলায় একতা ক্লিনিকে এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি নবজাতককে প্রসব করানোর সময় মাথায় কাঁচির আঘাত লাগে। এতেই শিশুটির মৃত্যু হয়।
রোববার রাতে ওই নবজাতকের মা মাকসুদার (২৪) প্রসব বেদনা উঠলে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তার সিজারিয়ান অপারেশন হয়।
মাকসুদার স্বজনেরা জানায় , অস্ত্রোপচারের সময় ডাক্তারের অসাবধানতায় কাঁচির আঘাতে নবজাতকের মাথায় ক্ষত হয়। নবজাতকের মাথায় আঘাতের বিষয়টি টের পেয়েও সেখানে সেলাই-ব্যান্ডেজ দিয়ে চিকৎসক দ্রুত সটকে পড়েন। মৃত্যুর পর নবজাতককে গোসল করানোর সময় মাথায় ক্ষতচিহ্নের বিষয়টি ধরা পড়ে। এরপর নবজাতকের মৃতদেহ স্বজনেরা ক্লিনিকে নিয়ে আসে।
মানিকগঞ্জ থানার ওসি হাবিবুল্লাহ বলেন, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/আরসি/একে