মিলেছে ট্রলার চালকের সন্ধান, এখনো নিখোঁজ ১৮ জেলে
২৩ জুলাই ২০১৮ ১৮:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরগুনা: ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এফবি শাহজালাল-এর চালক নাসিরের সন্ধান পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন জেলে।
এরা হলেন, রিপন, মামুন, বাবুল, তোতা, হাকিম, কবির, মাসুম, হানিফ, শাহীন, হিরু, সুলতান, রাসেল, খায়রুল, মাসুম, মনির হোসেন, এখতিয়ার, সিরাজ ও হাকিম। তাদের বাড়ি পাথরঘাটা ও বাগেরহাট উপজেলায়।
সোমবার (২৩ জুলাই) ট্রালারের মালিক শাহীন জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভারতের সমুদ্রসীমার মধ্যে চলে যায়। রোববার রাত ১২টার দিকে সেখান থেকে ফেরার সময় বেহালার মান্দারবাড়িয়ায় ডুবে যায় ট্রলারটি। চালক নাসিরের সন্ধান পাওয়া গেলেও, ১৮ জন এখনো নিখোঁজ রয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, অচেতন অবস্থা নাসিরকে মান্দারবাড়িয়া এলাকায় উদ্ধার করা হয়েছে বলে খবর পেয়েছি আমরা। বাকি জেলেদের কোনো খোঁজ মেলেনি। সমিতি উদ্যোগ নিয়েছে উদ্ধার অভিযান চালাতে তিনটি ট্রলার সমুদ্রে পাঠাবে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো সম্ভব হয়নি।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook