গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন
২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৪১
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানী ঢাকায় গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনসহ ষোলটি সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে এ মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধন থেকে মোটরযান আইনের সঠিক প্রয়োগ দাবি করা হয়। এ ছাড়া বাসে যেন অতিরিক্ত যাত্রী না ওঠানো হয় সেদিকে সরকারকে নজর রাখার পরামর্শও দেওয়া হয়।
মানববন্দনে পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন, ‘ঢাকায় চলাচলরত প্রায় ৯৫ শতাংশ ব্যক্তি-মালিকানা বাস-মিনিবাসই লক্কড়ঝক্কড়। বিআরটিসির বাসগুলোর আবস্থাও একই। বহু বছর আগেই এসব বাসের আয়ুস্কাল শেষ হয়ে গেছে, তবু তা চালানো হচ্ছে।’
‘মোটরযান আইনে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার কথা থাকলেও তা করা হচ্ছে না। যে যেমন পারছে যাত্রীদের জিম্মি করে ভাড়া নিচ্ছে।’ বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে রাস্তার মাঝখানে, মোড়ে ও সিগনালে বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো বন্ধ করতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন আব্দুস সোবহান।
মানববন্ধনে নাগরিক অধিকার ফোরাম, মডার্ন ক্লাব, পরিবেশ আন্দোলন মঞ্চ, বিসিএইচআরডি, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, ইযুথ সানসহ প্রায় ১৬টি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সারাবাংলা/এমএমএইচ/টিএম