স্বাস্থ্য বিভাগ-বেসরকারি হাসপাতালগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
২৪ জুলাই ২০১৮ ২১:১২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি হাসপাতালগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অধিদফতর থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও এসময় তিনি আশ্বাস দেন।
মঙ্গলবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সভায় ঢাকা মহানগরীর ২১টি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকদের তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল কালাম আজাদ। অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন এবং অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারি হাসপাতালের অবদান, জনস্বাস্থ্যে মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান, বিদেশে স্বাস্থ্যসেবা গ্রহণের প্রবণতা রোধ, দেশে মেডিকেল ট্যুরিজম প্রসার প্রসঙ্গে আলোচনা হয়।
সভাপতিত্বে বক্তব্যে তিনি আরো বলেন, গত বছরগুলোতে স্বাস্থ্যখাতে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক একসঙ্গে কাজ করলে এই খাতে উন্নতি নতুন মাত্রা পাবে।
সারাবাংলা/জেএ/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook