Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩


২৬ জুলাই ২০১৮ ০৯:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা গেছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে গাঁজা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে চট্টগ্রাম নগরীর খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় এই ঘটনা ঘটেছে।

তবে নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে জানান, একটি প্রাইভেট কার রেলওয়ে ক্যান্টিন এলাকা অতিক্রমের সময় র‌্যাবের টহল দল সেটিকে থামার সংকেত দেয়। এসময় ওই গাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

আত্মরক্ষায় র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন। দুইপক্ষে গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাইভেট কারটিতে তল্লাশি করে ১২০ কেজি গাঁজা ও গুলিসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি মিমতানুর।

সারাবাংলা/আরডি/এসএমএন

 

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর