Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩৯

গোপালগঞ্জে গাড়ির চাপায় দুই আরোহীসহ মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে অজ্ঞাত এক গাড়ির চাপায় দুই আরোহীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। এর মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু ও বিশাল ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

গোপালগঞ্জ নিহত ৩ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর