Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তদের সাথে জবি ভি‌সির সাক্ষাৎ


২৬ জুলাই ২০১৮ ১৭:৩৯

।। জ‌বি করেসপন্ডেন্ট ।।

জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় (জ‌বি) থে‌কে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব‌বিদ্যালয়ের উপাচা‌র্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহস্প‌তিবার (২৬ জুলাই) সকা‌লে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা তার সাথে দেখা করেন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্নাতক পর্যায়ে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির ভিত্তিতে ২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রাপ্তরা হলেন, কলা অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন, বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে ফিন্যান্স বিভাগের ইসরাত জাহান প্রিয়া, বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে পরিসংখ্যান বিভাগের শমরিতা দাস, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে সমাজকর্ম বিভাগের হ্যাপি কবির, আইন অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে আইন বিভাগের খান নাসহিদ হাসান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগের সালমা আক্তার সুইটি।

বুধবার (২৫ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে মনোনীত শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান করেন।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন নোবিপ্রবি’র তিন শিক্ষার্থী

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর