Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের তদন্তকে বিশ্বমানে পৌঁছাতে হবে: ইকবাল মাহমুদ


২৬ জুলাই ২০১৮ ২০:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মানদণ্ডকে বিশ্বমানে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘কমিশনের প্রতিটি কার্যক্রম এমনভাবে ডিজিটালাইজড করতে হবে যেন প্রতিটি অনুসন্ধান বা তদন্তের সময়সীমাসহ সব কার্যক্রম প্রতিটি স্তরে ডিজিটালি মনিটরিং করতে পারে।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুদক কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে গৃহীত প্রকল্পের কনসালট্যান্ট প্রতিষ্ঠান টেকনোহেভেন-পিএমটিসি জেভি-এর কার্যক্রমের অগ্রগতি নিয়ে দুদক, এডিবি ও টেকনো হেভেন-পিএমটিসি জেভি-এর যৌথ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কর্মকর্তাদের নির্ধারিত সময়ে তদন্ত কাজ শেষ করার অনুরোধ জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দুদকের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।’

অনুষ্ঠানে ইকবাল মাহমুদ বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তার পাশাপাশি তদারককারী কর্মকর্তাদেরও তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা দিয়ে সঠিকভাবে মামলার তদারকি শেষ করতে হবে। তাহলেই তদন্তের গুণগত মানের ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, তদারক কর্মকর্তাদের দায়িত্ব শুধু অধীন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ নয়, তাদের মূল দায়িত্ব কর্মকর্তাদের দৈনন্দিন প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান বিধানের আলোকে পরামর্শ দিয়ে অনুসন্ধান বা তদন্তের গুণগত মানের ইতিবাচক পরিবর্তন আনা।

কমিশনের প্রতিটি অনুসন্ধান বা তদন্ত আইন অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই তা সম্ভব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে টেকনোহেভেন-পিএমটিসি জেভি-এর পক্ষ থেকে কমিশনের অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন ও প্রতিরোধ কার্যক্রমের কার্যপদ্ধতি, সময়সীমা এবং মনিটরিং সিস্টেম কেমন হবে তার একটি নমুনা স্লাইড প্রদর্শন করা হয়। কমিশনের চেয়ারম্যান, কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যপদ্ধতি দেখেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় আরও বক্তব্য রাখেন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান,  কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, দুদকের সাবেক কমিশনার আবুল হাসান মনযুর মান্নান, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী এবং এডিবি’র প্রতিনিধি ফিরোজ আহমেদ।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর