আ’লীগ নেতা অপহরণ, অভিযোগের আঙ্গুল উপজেলা ভাইস চেয়ারম্যানের দিকে
২৭ জুলাই ২০১৮ ২১:৩৩ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ২১:৪৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার অপহরণের শিকার হওয়ার পর তার স্বজনরা অভিযোগ করছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদার রয়েছেন এর পেছনে।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে লালমাটিয়া সি-ব্লকের ৩০ নম্বর বাসার সামনে পারভেজের স্ত্রী তাহমিনা আফরোজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ তোলেন।
তিনি বলেন, এক বছর আগেও তিতাস এলাকায় পারভেজের ওপর হামলা চালিয়েছিল সোহেল শিকদার ও তার সমর্থকরা। পারভেজকে লক্ষ্য করে তারা গুলিও চালায়, তবে সৌভাগ্যক্রমে সে সময় তিনি বেঁচে যান। সেবার হামলার পর থেকে পারভেজ ঢাকায় বসাবাস করছেন। রেস্তোরাঁ ব্যবসা দেখা-শোনা করেন।
তাহমিনা আফরোজ বলেন, আমরা সোহেলকে সন্দেহ করছি। তাদের নামে থানায় অভিযোগ করেছি।
“পারভেজ ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পারভেজ।”
https://www.youtube.com/watch?v=ji9gDRVU6gg&feature=youtu.be
আওয়ামী লীগের এই নেতার বাসার দাঁড়োয়ান ওমর আলী এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, পারভেজ স্যার নামাজ পড়ে আসছিলেন। গেটের সামনে আসতেই একলোক ‘ভাই’ বলে এগিয়ে আসেন, হাত মেলান। এরপরই আরেকজন লোক এসে পেছনে দাঁড়ান এবং দু’জন জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। আমি মূল গেট খুলে দেখি এ অবস্থা, দৌড়ে লাঠি নিয়ে আসতে আসতে দেখি গাড়ি নেই।
পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পারভেজকে জোর করে গাড়িতে তোলার দৃশ্য।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মৃত্যুঞ্জয় দেব সজল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত্যুঞ্জয় দেব সজল উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা কাজ শুরু করেছি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও মাঠে নেমেছে।
এদিকে অপহরণের খবর পেয়ে পারভেজ হোসেন সরকারের বাড়িতে ছুটে আসেন আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরী, চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং আরো অনেকে।
সারাবাংলা/ইউজে/এনএইচ/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook