Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি মেডিকেলের শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে প্রশ্ন রয়েছে : নূর


২৭ জুলাই ২০১৮ ২২:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একটি দেশ তখনই উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সরকারি-বেসরকারি খাত হাতে হাত মিলিয়ে কাজ করে।

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখতে পারছি বলে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সর্বস্তরে আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তা সম্ভব হয়েছে কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই। আর এ স্বপ্নের মূল কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যা সংখ্যাতেই নয়, মানের দিক থেকেও এগিয়ে যাবে এবং চিকিৎসা সেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।

এ ছাড়া বিগত দশ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নের পেছনে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য, বলেন সংস্কৃতিমন্ত্রী।

ডা. কাজী নওশাদুন নবী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির।

সারাবাংলা/এএইচএই/এমআই

আসাদুজ্জামান নূর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল বেসরকারি মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর