বিএফইউজের সভাপতি মোল্লা জালাল
২৮ জুলাই ২০১৮ ১২:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা : সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোল্লা জালাল।
শনিবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন এই ফল ঘোষণা করেন।
এর আগে গত ১৩ জুলাই এই নির্বাচনে ভোটগ্রহণ হয়। সেদিন অন্য সব পদের ফলাফল ঘোষণা করা হলেও ভোটগণনা নিয়ে সভাপতি পদপ্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদে ফল ঘোষণা করা হয়নি।
পরে শনিবার ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুককে দুই ভোটে পরাজিত করে জয় পেয়েছেন মোল্লা জালাল। তার মোট ভোট সংখ্যা ৯৭৪। ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, ম্যানুয়ালি নয় বরং ইভিএম পদ্ধতিতেই ভোট গণনা করা হয়েছে। সেই অনুযায়ীই ফল ঘোষণা করা হলো।
এই নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেট ও গাজী টিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির দীপ আজাদ।
সারাবাংলা/এএইচএইচ/এসএমএন