Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ১৩৮০ কোটি টাকার মেগা প্রকল্প


২৯ জুলাই ২০১৮ ০৮:৩১

।। জোসনা জামান, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : উপজেলাভিত্তিক অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠমো উন্নয়ন’ নামের একটি বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে খরচ হবে এক হাজার ৩৮০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সারাবাংলাকে জানান, রোববার (২৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের ৬৪ জেলার ১৮৩টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৩০৪টি উপজেলা শহরকে বিভিন্ন ক্যাটাগরির পৌরসভায় উন্নীত করা হয়েছে। এই পৌরসভাগুলোর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য মোট এক হাজার ২৫৮ কোটি টাকা খরচে এবং ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগ ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করে। বর্তমানে ওই পৌরসভাগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য মোট ৩৪৬৫ কোটি ৫০ লাখ টাকা খরচে এবং চলতি বছরের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পটির বাস্তবায়ন চলমান রয়েছে। তাছাড়া বৈদেশিক সহায়তাপুষ্ট কিছু প্রকল্পের মাধ্যমে পৌরসভাগুলোর ভৌত অবকাঠামোর উন্নয়ন অব্যাহত আছে।

বিজ্ঞাপন

তবে এর বাইরে অবশিষ্ট ১৮৮টি নন-মিউনিসিপ্যাল উপজেলা শহরের অপরিহার্য অবকাঠামো উন্নয়নে এখন পর্যন্ত কোন একক বৃহৎ প্রকল্প গ্রহণ না করায় শহরগুলোতে মৌলিক নাগরিক সুবিধা অর্থাৎ সড়ক, ট্রাফিক ব্যবস্থাপনা, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির ঘাটতি রয়েছে। এ সব মৌলিক অবকাঠামো উন্নয়নসহ শহরবাসীর জীবন যাত্রার মান বৃদ্ধি ও পরিবেশের উন্নয়নের বিষয়গুলো বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগ জরুরি ভিত্তিতে নন-মিউনিসিপ্যাল উপজেলা শহরগুলোর অপরিহার্য অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে মোট এক হাজার ৪৯৯ কোটি ৯০ লাখ টাকা খরচ ধরে উপজেলা শহর মাস্টার  প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) উপর গত বছরের ৩০ নভেম্বর পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। পিইসি সভায় উপজেলা শহরগুলোর মহাপরিকল্পনা প্রণয়নের পর নতুন রাস্তা, অবকাঠামো নির্মাণ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া জরুরি ভিত্তিতে এখনই পুনঃনির্মাণ করা প্রয়োজন এরকম অবকাঠামো ডিপিপিতে অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পিইসি সভায় দেওয়া বেশ কিছু সিদ্ধান্ত প্রতিপালন করে ডিপিপি অনুমোদনের জন্য সুপারিশ করে পরিকল্পনা কমিশন। পিইসি সভার সিদ্ধান্তগুলো প্রতিপালন করে স্থানীয় সরকার বিভাগ থেকে ডিপিপি পুনর্গঠন করে পাঠিয়ে দেওয়া হয় কমিশনে। পুনর্গঠিত ডিপিপির ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক হাজার ৩৮০ কোটি টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় চলতি বছরের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। তবে পর্যালোচনা করে দেখা যায় যে ৫টি নন-মিউনিনিসিপ্যাল উপজেলা শহর অর্থাৎ সিলেট জেলার ওসমানি নগর, চট্টগ্রাম জেলার কর্ণফুলি, খাগড়াছড়ি জেলার গুইমারা, কুমিল্লা জেলার লালমাই এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা পুনর্গঠিত ডিপিপিতে অন্তভুক্ত হয়নি। এই ৫টি নন-মিউনিসিপ্যাল উপজেলা শহরকেও প্রয়োজনীয় বরাদ্দসহ প্রস্তাবিত প্রকল্পে অন্তভুক্ত করা যৌক্তিক হবে বলে মত দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সাবেক সদস্য জুয়েনা আজিজ পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেছেন, প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের ১৮৩টি নন-মিউনিসিপ্যাল উপজেলা শহরের টেকসই উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করাসহ অপরিহার্য অবকাঠামো নির্মাণ করা হবে, এতে শহরগুলোর পরিবেশ ও জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং দেশের বড় বড় শহরের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে, ১৮৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন, ৫৬০ কিলোমিটার সড়ক নির্মাণ, ৯১৫ মিটার ব্রিজ কালভার্ট, ১৮৩টি কাঁচা বাজার নির্মাণ, ১৮৩টি কসাইখানা নির্মাণ, ১০ একর ভূমি অধিগ্রহণ এবং ১৮৫টি মটর সাইকেল কেনা হবে।

সারাবাংলা/এসআই

 

একনেক

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর