এমপি মোস্তফা সুজার মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৯ জুলাই ২০১৮ ১৫:২৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জুলাই) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর সুজার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব, এর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ সময় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মোস্তফা রশিদী সুজার জানাজায় অংশ নেন সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকেই। শ্রদ্ধা জানান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন গত বৃহস্পতিবার রাতে মারা যান আওয়ামী লীগের এ সংসদ সদস্য।
১৯৯০ সালের পর তিনি খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দীঘলিয়া) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। সর্বশেষ ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন।
মোস্তফা রশিদী সুজা রাজনীতির পাশাপাশি খুলনা আবাহনী ক্রীড়াচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি খুলনা নাট্য নিকেতনের সভাপতিও ছিলেন।
সারাবাংলা/একে
এমপি মোস্তফা সুজা জাতীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদ প্লাজা