Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত রাজপথ


৩০ জুলাই ২০১৮ ১১:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মানববন্ধন কর্মসূচিতে বাধা, জোর করে শিক্ষার্থীদের বাসে ‍তুলে দেওয়াসহ পুলিশের নানা হুমকির মাঝখানেই হঠাৎ করে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনের রাস্তায় বেরিকেড দিয়ে বসে পড়েছে তারা। তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বিমানবন্দর সড়ক।

সোমবার (৩০ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক দুই দিকেই বন্ধ করে দিয়েছে। ‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’ বলে তারা স্লোগান দিচ্ছে তারা।

শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে আদমজী স্কুল, কুর্মিটোলা শাহীন, বিএফ শাহীন, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ফলে এই এলাকা এখন শুধু শিক্ষার্থীদের দখলে।

এর আগে, শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছিলো সহপাঠীরা। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তারা কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে যায়। কিন্তু পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় সে কর্মসূচি। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা অরবোধ করতে যায়। পুলিশ সেখান থেকেও তাদের সরিয়ে দেয়। এসময় উত্তরাগামী সব বাস থামিয়ে জোর করে শিক্ষার্থীদের বাসে তুলে দিতে থাকে পুলিশ।

এসব ঘটনার মধ্যেই হঠাৎ হাজার খানেক শিক্ষার্থী মিছিল নিয়ে বিমানবন্দর সড়কে এসে রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ সরে গিয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছে। এছাড়া রমিজ উদ্দিনের সামনে সেনা সদস্যরা রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
কুর্মিটোলায় বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, গাড়ি ভাঙচুর-অবরোধ
বাস চাপায় মৃত্যু: শিক্ষার্থীদের জোর করে বাসেই তুলে দিচ্ছে পুলিশ

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর