বিজ্ঞাপন

বাস চাপায় মৃত্যু: শিক্ষার্থীদের জোর করে বাসেই তুলে দিচ্ছে পুলিশ

July 30, 2018 | 10:42 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছিলো সহপাঠীরা। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তারা কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে যায়। কিন্তু পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় সে কর্মসূচি।

এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা অরবোধ করতে যায়। পুলিশ সেখান থেকেও তাদের সরিয়ে দেয়। এসময় উত্তরাগামী সব বাস থামিয়ে জোর করে শিক্ষার্থীদের বাসে তুলে দিতে থাকে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে আসছি। কিন্তু পুলিশ আমাদের জোর করে সরিয়ে দিচ্ছে। হুমকি দিচ্ছে। বলছে থানায় নিয়ে পেটানো হবে, রাজনীতির মামলা দেবে। এসব বলে ভয় দেখাচ্ছে। জোর করে বাসে তুলে দিচ্ছে।’

বিজ্ঞাপন

গতকাল রোববার (২৯ জুলাই কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: বাস চাপায় মৃত্যু: শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন