শ্রাবণের ভেজা সন্ধ্যায় কথা ছিল, একগুচ্ছ কদম ফুল হাতে, তুমি বলবে— ভালোবাসি, আমি ভিজে সাদা শাড়িতে, হয়েছি বৃষ্টির সঙ্গী, কিন্তু তুমি এলে না। কথা রাখতে হলে আকাশ হতে হয়, সমুদ্রের মতো গভীর হতে হয়— তোমার ভেতর সে বিশালতা ছিল না, তাই তুমি এলে না। সেই থেকে প্রতিটি বর্ষায় আমি দাঁড়াই একলা, কদমের গন্ধে পুরনো প্রতিশ্রুতি […]
১৭ জুলাই ২০২৫ ১৪:৫৬