Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ শিক্ষার্থীর পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি আদালতে


৩০ জুলাই ২০১৮ ১৩:৫৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাস চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ত্তাল বিমানবন্দর সড়ক: নৌমন্ত্রীর পদত্যাগ দাবি

সোমবার (৩০ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনলে আদালত পৌনে একটায় যেতে বলেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান

আইনজীবী ব্যারিস্টার কাজল বলেন, গতকাল যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনা নিহত প্রত্যেকের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চাইবেন বলে তিনি জানান।

গতকাল রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে (হোটেল র‌্যাডিসনের উল্টো দিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হয় এবং অনেকেই সেখানে আহত হন।

সারাবাংলা/এজেডকে/এমআই

শিক্ষার্থীদের জোর করে বাসে তুলে দিচ্ছে পুলিশ

শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর