Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার নিখোঁজ, জিডি নিচ্ছে না পুলিশ


২৭ ডিসেম্বর ২০১৭ ১০:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫৬

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নাইমুল ইসলাম সৈকত নামে ব্র্যাক ব্যাংকের এক সিনিয়র অফিসার গুলশান এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।

সৈকতের ভায়রাভাই (স্ত্রীর ছোটবোনের জামাই) জামাল উদ্দিন মানু সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, সৈকত ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখায় সিনিয়র অফিসার পদে চাকরি করেন। গতকাল মঙ্গলবার সকালে যথারীতি অফিসে যান। দুপুর সোয়া ১২ টার দিকে তার স্ত্রী তন্বী সৈকতের সাথে কথা বলেন। তখন তিনি জানান যে তিনি গুলশান হেড অফিসে আছেন। গতকাল তার কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকেল ৪টার দিকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘণ্টা দুয়েক তাকে না পেয়ে মতিঝিলে ট্র্যাকিং করে জানা যায়, তার সর্বশেষ অবস্থান ছিল সোয়া দুইটায় নিকেতনে। এরপর তার আর কোন অবস্থান পাওয়া যায়নি।

মানু আরও জানান, গতকাল রাতে গুলশান থানায় জিডি করতে গেলে পুলিশ জানায় যে এলাকায় কর্মস্থল সেই এলাকার থানায় জিডি করতে। সৈকতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি রাত ১২ টার দিকে আদাবর থানায় জিডি করতে গেলে পুলিশ সেখানেও জিডি না নিয়ে ফেরত পাঠান। এরপর আর রাতে কোথাও না গিয়ে বুধবার সকালে স্ত্রীসহ শ্বশুর শাশুড়ি আবার গুলশান থানায় গেছেন।

সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। তার বাবার নাম নজরুল ইসলাম। কিছুদিন হলো তার বিয়ে হয়েছে। ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াবাসায় স্ত্রীসহ থাকতেন। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে দেড় বছর হলো ব্র্যাক ব্যাংকে চাকরি করছেন।

 সারাবাংলা/ইউজে/এমএ

নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর