উত্তরা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়ি জব্দ
৩১ জুলাই ২০১৮ ১৯:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর উত্তরা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে গাড়িটি আটক করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম। তিনি বলেন, টয়োটা হ্যারিয়ার লেকসাস মডেলের গাড়িটির (ভোলা ঘ ১১-০০৩৪) মূল্য প্রায় ১ কোটি টাকা। গাড়িটি জাপান থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল।
সূত্র জানায়, গাড়িটির মালিক ও ব্যবহারকারী চট্টগ্রামের এক ব্যক্তি। শুল্ক গোয়েন্দার অভিযান অব্যাহত থাকায় গাড়িটি উত্তরা এলাকায় লুকিয়ে রাখা হয়ছিল।
এদিন চট্টগ্রাম থেকে ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেলের একটি গাড়ি (ভোলা ঘ ১১-০০৩৬) জব্দ করে শুল্ক গোয়েন্দা। গাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা। শুল্ক গোয়েন্দার হাত থেকে বাঁচতে চট্টগ্রামের একটি গ্যারেজে গাড়িটির যন্ত্রাংশ খুলে রাখা ছিল।
গাড়ি দুইটির মালিকদের কাস্টমস আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় আনা হবে- জানিয়েছেন ড. সহিদুল ইসলাম।
সারাবাংলা/ইএইচটি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook