Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথকস্থানে ট্রেনে কেটে ৩ জনের মৃত্যু


১ আগস্ট ২০১৮ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীতে পৃথকস্থানে ট্রেনে কেটে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ আগস্ট) সকালে এসব দুর্ঘটনা ঘটে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতরা হলেন, কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধ, জোয়ার সাহারায় অজ্ঞাত (৪০) বছরের এক ব্যক্তি ও খিলগাঁওয়ে অজ্ঞাত (১২) বছরের এক শিশু।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ পরিদর্শক (এ এসআই) মো. রবিউল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোডে পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় জামালপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি (৬০) । মৃতব্যক্তির পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শেওড়া জোয়ার সাহারা এলাকার রেললাইনে ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত (৪০) বছরের এক ব্যক্তি চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। তার পরনে ছিলো সাদা শার্ট ও নীল টাউজার।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁও গুলবাগ রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১২) বছরের এক শিশুর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে শাহাজানপুর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, তার নাম পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিলো লুঙ্গী ও কালো গেঞ্জি। তাকে দেখে পথশিশু বলে মনে হচ্ছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর