Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রে ভাসছিল জাতিসংঘের নিখোঁজ কর্মকর্তার লাশ


২ আগস্ট ২০১৮ ১৩:১২ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে রোহিঙ্গা শিবিরে কর্মরত এক জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত কর্মকর্তার নাম সোলিমান মুলাটা। তিনি ইথিওপিয়ার নাগরিক।

বৃহস্পতিবার (০২ আগস্ট) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটার। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় জানা গেছে।

তিনি আরও জানান, গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআর’র এর হয়ে কর্মরত ছিলেন তিনি। প্রেম ঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেননি সোলিমান মুলাটা। পরে তার নিখোঁজের বিষয়টি কক্সবাজারের পুলিশকে জানান ইউএনএইচসিআর’র অপর এক কর্মকর্তা ইফতেখার উদ্দিন।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর