Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের জন্য কমলাপুরে মানুষের ঢল


৪ আগস্ট ২০১৮ ১৬:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের টানা সড়ক অবরোধ চলায় শনিবার সকাল থেকেই কমলাপুরে ট্রেনের জন্য মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গিয়ে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর স্টেশনে দীর্ঘ সাড়িতে দাঁড়িয়ে পুরুষ ও মহিলারা টিকেট কাটছে। কেউ টিকেট পাচ্ছে আবার কেউ পাচ্ছেন না। কেউ আবার টিকেট ছাড়াই ট্রেন ধরতে প্লাটফর্মে ছুটছেন।

খুলনা যাবেন মোহসিনা খাতুন নামে এক গৃহিনী। বাবা অসুস্থ তাই যেতেই হবে, বাস না পেয়ে এসেছেন কমলাপুরে। চিত্রা ট্রেন সন্ধ্যার দিকে। ততক্ষণ তিনি বসে থাকবেন। লাইনে দাঁড়িয়েছিলেন টিকেট কাটতে। আধা ঘণ্টা পর কাউন্টারে গিয়েও টিকেট পেলেন ঠিকই তবে সিট পেলেন না। দাঁড়ানোর টিকেট নিয়েই তৃপ্ত থাকতে হলো তাকে।

কাউন্টার মাস্টার মাইকে বলা হচ্ছে, ‘একজন লোক লাইনে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র একটা টিকেটই পাবেন। সাইড থেকে কারও টাকা নিয়ে টিকেট চাইবেন না। বাস বন্ধ তাই সবাইকে যাওয়ার সুযোগ দেন।’

চট্টগ্রাম যাবেন নাহিদুল ইসলাম। টিকেট কাটতে লাইনে দাঁড়িয়েছেন সকাল ১০টায়। কাউন্টারে যেতে যেতে বেজে গেছে দুপুর ১টা। কাউন্টার মাস্টার বলে দিলেন গাড়ি (চট্টলা এক্সপ্রেস) ছেড়ে দেবে টিকেট হবে না, তাড়াতাড়ি যান। ওমনি তিনি দৌড় শুরু করেন।

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘বাস বন্ধ তাই কমলাপুরে মানুষের ঢল নেমেছে। কমলাপুর থেকে যে ট্রেনই ছাড়ছে এর প্রত্যেকটিতে উপচে পড়া ভিড় দেখা গেছে। মানুষ প্রয়োজনের তাগিদেই এভাবে ছুটছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে ট্রেন চলাচলে ঝুঁকি রয়েছে। ধীরে ধীরে চলছে ট্রেন। অনেকে পড়ে যেতে পারে, সেজন্য ধীরে চালাতে হচ্ছে ট্রেন।’

জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার ওসি ইয়াসীন ফারুক বলেন, ‘শুধু আজ এ অবস্থা তা নয়। গত কয়েকদিন ধরেই কমলাপুরে মানুষের ঢল লক্ষ্য করা গেছে। সবাই বলছেন যেভাবেই হোক যেতে হবে।’

আমিনুল নামে একজন পুলিশ কনস্টেবলের মা মারা গেছে সিরাজগঞ্জে। বাস না পেয়ে ট্রেনে যেতে এসেছেন তিনি। কিন্তু ট্রেন চলে যাওয়ায় পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনি। তিনি বলেন, ‘এবার বন্ধ হওয়া দরকার শিক্ষার্থীদের আন্দোলন। একদিনে সব পরিবর্তন হবে না। সময় লাগবে। বেশির ভাগ দাবি তো সরকার মেনে নিয়েছে।’

আরও পড়ুন: জিগাতলা-ধানমন্ডিতে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

সারাবাংলা/ইউজে/এমও

ট্রেন নিরাপদ সড়ক চাই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর