Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বাগেরহাটে জেলা প্রশাসনের মতবিনিময়


৪ আগস্ট ২০১৮ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রোক্ষাপটে বাগেরহাটে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শ্রেণিকে ফিরিয়ে আনার বিষয়ে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

শনিবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো. শাহিন হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, অ্যাভোকেট খান মোহাম্মদ বাদশা, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের গৃহীত পদক্ষেপ শিার্থীদের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সবাই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে তাদের শ্রেণি কক্ষে ফিরে যেতে আহ্বান করেন।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘আমাদের শিশুরা একটা আদর্শ বাংলাদেশের স্বপ্ন দেখে। ছাত্রজীবনে সবাই এমন স্বপ্ন থাকে। আমাদের দায়িত্ব হবে সবার অবস্থান থেকে সেই সুন্দর আদর্শ বাংলাদেশের জন্য কাজ করা। রাতারাতি হয় তো সবকিছু পরিবর্তন হবে না। সরকার উদ্যোগ নিয়েছেন, এখন আমাদের সবার এক সাথে চেষ্টা করতে হবে। তবেই সমাধান হবে। অভিভাবকদের তাদের সন্তানদের বোঝাতে হবে। তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বাস মালিক-শ্রমিকদের সঙ্গেও বসবো। শিক্ষার্থীদের যাতে মানববন্ধন বা কোনো কর্মসূচি নিতে না হয়। এ জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থীদের প্রধান কাজ পড়াশনা করা। তাদের শ্রেণি কক্ষে ফিরে যেতে হবে। এসময় বাগেরহাটে সড়ক পরিবহনে নিরাপত্তা বাড়াতে সবার সার্বিক সহযোগিতা চান তিনি।’

সারাবাংলা/এমও

নিরাপদ সড়ক চাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর