Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশার রাজ্যে শহর ‘ধুয়াশা’


২৮ ডিসেম্বর ২০১৭ ১১:৩৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৭:০২

লেকের জলে লাল শাপলা

মাকসুদা আজীজ, এসিস্ট্যান্ট এডিটর

এই যে কাল বলছিলাম, শীত এখন বাবুরাম সাপুড়ের সাপের মতো, করে না তো করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ, নেই কোন উৎপাত! এখন শীত দিলো তো দাঁত নখ দেখিয়ে? আমার কথা শুনেই কি-না কে জানে শীতের আজ বেজায় প্রতাপ। কুয়াশা দিয়ে শহর এমনভাবে ঢেকে দিয়েছে যে, গতকাল রাত ১টা থেকে সকাল ১০ দশটা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল, ফেরি চলাচলেও ব্যাঘাত হয়েছে, আর এই ঘটনা নাকি আরও কিছুদিন চলবে। শীতের যা তেজ! বাব্বা!

বিজ্ঞাপন

আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি তাপমাত্রা আর সর্বনিম্ন ১৪ ডিগ্রি। তবে এর থেকে বড় সংবাদ হচ্ছে কুয়াশার সাথী হবে উত্তরের বাতাস। একদম ৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় এসে হাড়ের মধ্যে বর্শা বিঁধাবে। গরম কাপড় তো লাগবেই কান টুপি, হাত মোজা, এমনকি নাক ঢাকার কাপড়ও রাখতে পারেন। কী দরকার ওম ছাড়া শীতের পিট্টি খাওয়ার?

সকালে আজ সূর্য উঠেছে ৬টা ৪০ এ, ডুবে যাবে ৫টা ২১ এ। এর মাঝামাঝি সময়টা জুড়েই কুয়াশা বিরাজ করবে। আকাশে মেঘের বংশ নেই বলা যাচ্ছে না কারণ বাংলাদেশের আকাশ আসলে মেঘ ছাড়া থাকে না। অনেক কম মানেও ৩১ শতাংশ। এই সুযোগে সূর্য তো কাজের কাজটা করেই যাবে তাই সানস্ক্রিন যেন বাদ না যায় কিছুতেই।

সূর্য ডুবার পরে মেঘ যাই থাকুক, কুয়াশা যাই থাকুক আকাশ কিন্তু চাঁদের। চাঁদ অবশ্য আধা তবে এটা তার আলো ছড়াতে কোন বাধা দেয় না। শুক্লপক্ষের মাঝ পার করে চাঁদ যাচ্ছে পূর্ণিমার দিকে। সেই সুরের তালে বেজে উঠুক আপনার জীবনেও।

শুভ সকাল।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর 'কী মায়ায় জড়ালে'
৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর