Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ


৬ আগস্ট ২০১৮ ১২:২৩ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে ‘জিজ্ঞাসাবাদ’ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে প্রথমে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিলো। পরে তাকে ডিবি থেকে ডিএমপি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে, গতকাল রোববার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাড়ি থেকে থেকে শহীদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তার স্বজনরা জানিয়েছিলেন, অজ্ঞাত ব্যাক্তিরা ‘ডিবি পরিচয়ে’ বাসায় ঢুকে তাকে তুলে নিয়ে যায়। তখন বাসার সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর