Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের সিটের নিচে লুকানো ছিল সাড়ে ৯ কেজি স্বর্ণ


৬ আগস্ট ২০১৮ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় সাড়ে নয় কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (৬ আগস্ট) সকাল ৭ টায় কাতারের দোহা থেকে আসা কিউআর-৬৪০ নামের একটি ফ্লাইট থেকে এসব বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, জব্দ হওয়া ৮০টি স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম। এসব বারের আনুমানিক দাম ৪ কোটি ৬৬ লাখ টাকা।

স্বর্ণ চোরাচালাম হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ওই ফ্লাইটটিতে অভিযান চালায় বলে জানান ড. সহিদুল ইসলাম। তিনি বলেন, ওই সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা বাড়তি নজরদারি চালান। যাত্রীদের কারো কাছে তো নয়ই এমনকি বিমান পরিস্কার করে নেমে যাবার সময়ও ক্লিনারদের শরীর বা জুতায়ও কিছু পাওয়া যায়নি। পরে বিমানে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে বিশেষ কায়দায় কালো টেপ দিয়ে আটকানো অবস্থায় চারটি প্যাকেট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক আইনে এসব স্বর্ণের বারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসএমএন

স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর